রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে গঠিত পাঁচটি সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে নিজেদের মতামত তুলে ধরতে বিএনপি (BNP) বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে অংশ নিয়েছে। সকাল সাড়ে ১০টায় এলডি হলে শুরু হওয়া এই সভাটি আয়োজন করে জাতীয় ঐকমত্য কমিশন (National Consensus Commission)।
বিএনপির চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তাঁর সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ এবং কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সভায় সভাপতিত্ব করেন সহ-সভাপতি আলী রীয়াজ। এছাড়া উপস্থিত ছিলেন সদস্য বদিউল আলম মজুমদার, অবসরপ্রাপ্ত বিচারপতি এমদাদুল হক, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
অন্তর্বর্তী সরকার ও সংস্কার উদ্যোগ
প্রসঙ্গত, গত ৫ আগস্ট আওয়ামী লীগ (Awami League) সরকার ক্ষমতা হারানোর পর অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারে উদ্যোগ নেয়। এ লক্ষ্যে দুই ধাপে গঠন করা হয় মোট ১১টি কমিশন।
সংস্কারের মূল ধারাগুলো ছিল সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন, বিচার বিভাগ ও দুর্নীতি দমন ব্যবস্থার কাঠামোগত সংস্কার। এসব কমিশনের সুপারিশ নিয়ে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে গত ১৫ ফেব্রুয়ারি মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus)-এর নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। সেদিন ফরেন সার্ভিস একাডেমিতে প্রথম বৈঠকে অংশ নেয় বিএনপিসহ দেশের প্রধান রাজনৈতিক দলগুলো।
এরপর ৩৯টি রাজনৈতিক দলের মধ্যে ৩৪টি দল তাদের লিখিত মতামত জমা দেয় কমিশনে। এদের সঙ্গেই এখন একে একে বৈঠক করছে ঐকমত্য কমিশন, যেন সুপারিশগুলো বাস্তবায়নের আগে রাজনৈতিক ঐক্যমতের একটি স্পষ্ট রূপরেখা তৈরি করা যায়।