মুন্সিগঞ্জের শ্রীনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতা হঠাৎ করেই সংগঠন থেকে পদত্যাগ করে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (BNP’s Student Wing – Chhatra Dal)-এ। পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন জেলা শাখার সংগঠক আশরাফুল আলম আহাদ, সদস্য আবিদ খান আপন এবং ইফতি আহমেদ ফাহিম।
তারা গত ২১ এপ্রিল ফেসবুকে এক পোস্টে নিজ নিজ পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। তবে ঘটনাটি আরও আলোচনায় আসে ২৩ এপ্রিল, বুধবার বেলা ১১টার দিকে শ্রীনগর সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত ছাত্রদলের সদস্য ফরম সংগ্রহ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগদানের মাধ্যমে।
মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম জানান, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষস্থানীয় এই নেতারা ছাত্রদলের আদর্শে অনুপ্রাণিত হয়ে শ্রীনগর কলেজ ছাত্রদলে সদস্য হিসেবে যুক্ত হয়েছেন। তাদের হাত ধরে শ্রীনগর কলেজ ছাত্রদল আরও শক্তিশালী হবে।”
এ বিষয়ে যোগাযোগ করা হলে পদত্যাগ নিশ্চিত করেন ইফতি আহমেদ ফাহিম। তিনি বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো গঠনতন্ত্র নেই। তাই আনুষ্ঠানিক পদত্যাগপত্র দেওয়ার বাধ্যবাধকতাও নেই। আমরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে ফেসবুকে পদত্যাগ করেছি এবং এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই।”
ছাত্রদলে যোগদানের পেছনে প্রেরণার কথা বলতে গিয়ে জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাশেম জানান, জেলার প্রতিটি কলেজে নতুন কমিটি গঠনের অংশ হিসেবে সদস্য সংগ্রহ অভিযান চলছে। তিনি বলেন, “এই কার্যক্রম ইতিমধ্যে সাড়া ফেলেছে। নতুনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আশাব্যঞ্জক এবং রাজনীতিতে ইতিবাচক ধারার ইঙ্গিত দেয়।”
নতুন নেতৃত্ব আর আগ্রহীদের প্রবেশে শ্রীনগর কলেজ ছাত্রদলে এক ধরনের নতুন গতি এসেছে বলেই মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা।