জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবের দিকে চেয়ে না থেকে নিজস্ব সাংবিধানিক ক্ষমতার মধ্যেই নির্বাচনের প্রস্তুতি চালিয়ে যাবে নির্বাচন কমিশন (Election Commission)—এমনই স্পষ্ট বার্তা দিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন (AMM Nasir Uddin)। তিনি বলেন, “আমরা কারও দিকেই তাকিয়ে থাকব না, আমাদের দায়িত্ব আমাদেরকেই পালন করতে হবে।”
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত [সুসান রাইলি (Susan Raley)]-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সিইসি।
তিনি জানান, অস্ট্রেলিয়া বাংলাদেশের আগামী নির্বাচন যেন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়, সে প্রত্যাশা করছে। পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে দেশটি। “ভোটার তালিকা হালনাগাদ থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের বিষয়ে আলোচনাও হয়েছে,” বলেন নাসির উদ্দিন।
তিনি আরও বলেন, “রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত নেবে ঐকমত্য কমিশন। এসব বিষয়ে আমাদের কিছু বলার নেই। আমরা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যা যা দরকার, সব কিছুই করছি এবং করব।”
ইতোমধ্যে নির্বাচন উপলক্ষে বিভিন্ন প্রস্তুতি কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। সিইসি জানান, নির্বাচন পরিচালনায় প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরণ কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া নতুন করে সীমানা নির্ধারণের জন্য প্রয়োজনীয় আইন সংশোধনের প্রক্রিয়াও চলছে। আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে এ নিয়ে কাজ শুরু হবে।
রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের সময়সীমাও বাড়ানো হয়েছে, যাতে তারা যথাযথভাবে আবেদন করতে পারে। সব মিলিয়ে, আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন এখন পুরোপুরি প্রস্তুতির কাজে নিয়োজিত বলে জানান সিইসি।