ড.ইউনূসের পদত্যাগের সিদ্ধান্তের ব্যাপারে বিএনপির অবস্থান পরিষ্কার করলো সালাউদ্দিন

ড. মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus)-এর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগের ইচ্ছাপ্রকাশ ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে যখন তীব্র আলোড়ন চলছে, তখন বিএনপি (BNP) পরিষ্কার জানিয়ে দিল, তারা ইউনূসের পদত্যাগ চায় না। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ (Salahuddin Ahmed) শুক্রবার এক টেলিভিশন সাক্ষাৎকারে জানান, ইউনূসের পদত্যাগের পেছনে বিএনপির কোনো চাপ নেই এবং দলটি এমন কিছু প্রত্যাশাও করে না।

তবে ইউনূস যদি নিজ ইচ্ছায় দায়িত্ব ছাড়তে চান, তাহলে জাতি উপযুক্ত বিকল্প খুঁজে নেবে বলেও মত দেন সালাহউদ্দিন। তাঁর ভাষায়, “এই পৃথিবীতে কেউ অপরিহার্য নয়।” একইসঙ্গে তিনি বলেন, “বিএনপি চায়, সম্মানের সঙ্গে তিনি দায়িত্বে থাকুন এবং নির্বাচন-সংক্রান্ত একটি রোডম্যাপ দিয়ে জাতিকে সংকটমুক্ত করুন।”

ড. ইউনূসের পদত্যাগে দেশের প্রশাসনে কোনো শূন্যতা তৈরি হবে না বলেও মনে করেন বিএনপির এই সিনিয়র নেতা। তিনি বলেন, ইউনূস যদি নির্বাচনি রোডম্যাপ ঘোষণা না করে বরং দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন, সেটি তাঁর ব্যক্তিগত বিষয়। তবে জাতি বসে থাকবে না—সময়ের দাবি অনুযায়ী বিকল্প পথ খুঁজে নেবে।

সাক্ষাৎকারে সালাহউদ্দিন অভিযোগ করেন, ইউনূসের সঙ্গে দেখা করার চেষ্টা করেও বিএনপি সফল হয়নি। সোমবার (১৯ মে) থেকে চেষ্টা চললেও দেখা মেলেনি প্রধান উপদেষ্টার। তিনি ইঙ্গিত দেন, সরকারের অভ্যন্তরের কিছু “আওয়ামী দোসর” ও উচ্চাভিলাষী মহল বিএনপিকে প্রতিপক্ষ হিসেবে দেখছে, এবং তাদের ভূমিকার কারণেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

ড. ইউনূসের পদত্যাগের জন্য বিএনপির আন্দোলন দায়ী বলে সারজিস আলমের মন্তব্যের প্রতিক্রিয়ায় সালাহউদ্দিন সাফ জানান, “আমরা ইউনূসের পদত্যাগের জন্য কোনো আন্দোলন করিনি। আমাদের আন্দোলন ছিল অন্য ইস্যুতে—মেয়র নির্বাচনে জয়লাভ করার পরও ইশরাক হোসেন (Ishraq Hossain)-কে শপথ পড়ানো হচ্ছে না, সেই অন্যায়ের বিরুদ্ধে।”

তাঁর মতে, বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তিনি ইউনূসের প্রতি শ্রদ্ধা রেখে বলেন, “আমরা আশা করি তিনি একজন বিশ্ববরেণ্য ব্যক্তি হিসেবে বিষয়টি অনুধাবন করবেন এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য একটি পরিষ্কার রোডম্যাপ জাতির সামনে তুলে ধরবেন।”

এদিকে চলমান রাজনৈতিক টানাপড়েনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টি (National Citizens’ Party – NCP)-র আহ্বায়ক নাহিদ ইসলাম (Nahid Islam) ড. ইউনূসের সঙ্গে বৈঠক করেন। রাজনৈতিক বিশ্লেষকরা এই বৈঠককেও দেখছেন পদত্যাগ জল্পনার এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *