‘বিপ্লবের পক্ষের মানুষ হলে ড. ইউনূস এত সুবিধা নিতেন না’ — তারেক রহমানের অভিযোগ

ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে আমজনতা দলের (Amjonota Dal) যুগ্ম সদস্য সচিব তারেক রহমান একটি কঠোর সমালোচনামূলক বক্তব্য দিয়েছেন। রবিবার রাত ১১টার দিকে তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে “ড. ইউনূস আমাদের কি ক্ষতি করেছেন?” শিরোনামে প্রচারিত একটি লাইভ ভিডিওতে তিনি এই অভিযোগ তোলেন।

তারেক রহমান বলেন, “ড. ইউনূসকে আগে এটা পরিষ্কার করে বলতে হবে— তিনি বিপ্লবের পক্ষের শক্তি, নাকি বিপক্ষের? যদি বিপ্লবের পক্ষের হতেন, তাহলে এতগুলো অন্যায় সুবিধা নিতেন না।”

তিনি দাবি করেন, ড. ইউনূস (Dr. Muhammad Yunus) একটি রাজনৈতিক দল গঠন করেছিলেন, কিন্তু সেই দলটি চ্যালেঞ্জে পড়লে তিনি তা ভেঙে দেন। “আপনি ১৫-১৬ বছর ধরে শুধু অপেক্ষা করেছেন। এই সময়ে দেশে বহু গুম, খুন ও নির্যাতন হয়েছে, কিন্তু আপনি কখনও মজলুমদের পাশে দাঁড়াননি, কোনও প্রতিবাদও করেননি।”

তারেক প্রশ্ন তোলেন, “যখন আমরা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করছি, তখন কোথায় ছিলেন আপনি? আমরা স্টেটমেন্ট চেয়েছিলাম, আপনি তাও দিলেন না।”

তিনি অভিযোগ করেন, “আপনি কিছুই না করে ফেরেশতা হয়ে গেলেন। দেশের মানুষ আপনাকে সম্মান করেছে, অথচ আপনি আমাদের কষ্টে কোনও ভূমিকা রাখেননি। আমরা রিমান্ড খাটলাম, আমাদের ভাইরা খুন হলো— আর আপনি ভোটাধিকারের কথা উঠলেই অভিমান করেন! এই অভিমান করার ন্যায্যতা আপনার কোথায়?”

তারেক আরও বলেন, “শেখ হাসিনার (Sheikh Hasina) আমলে আপনার প্রতিষ্ঠান গ্রামীণফোন (Grameenphone) নির্বিঘ্নে ব্যবসা করেছে। আপনার নামে কর ফাঁকির অভিযোগ উঠেছে, এমনকি অবৈধ ভিওআইপি ব্যবহার নিয়েও রিপোর্ট হয়েছে।”

তিনি অভিযোগ করেন, “আপনার প্রতিষ্ঠানের নামে ৫০ হাজার কোটি টাকার কর ফাঁকির অভিযোগ রয়েছে। এরপরও আপনি গ্রামীণ ওয়ালেট, গ্রামীণ বিশ্ববিদ্যালয়, আদম ব্যবসার লাইসেন্সসহ নানা রকম সুবিধা নিয়েছেন। আবার এনসিপি নামে একটি দল বানিয়ে তাদেরও সরকারি সুবিধা পাইয়ে দিচ্ছেন।”

তারেক রহমান বলেন, “আপনি যদি সত্যিই বিপ্লবের পক্ষে থাকতেন, তবে এতগুলো সুযোগ-সুবিধা নিতেন না। আপনি আজকে এই ভাঙনের জন্য দায় নিতে পারবেন না?”

তিনি দাবি করেন, এনসিপিকে লাভবান করতে গিয়ে অনেক ছোট দলের ক্ষতি করা হয়েছে। “ছোট ছোট গরিব দলের কর্মীরা এখন দেখছে, এনসিপির সমন্বয়করা গাড়ি হাঁকাচ্ছে, ১০ হাজার টাকার কাপড় পরছে, ২০ হাজার টাকার জুতা পরছে। একজন মেয়ে সমন্বয়কের ব্যাগের দাম ৩২ হাজার টাকা, স্যুটের দাম ৬০ হাজার টাকা— তারা বিদেশে ঘুরছে। এতে ছোট দলের কর্মীদের মধ্যে বিশ্বাস ভেঙে পড়ছে।”

“তারা ভাবছে, টাকা পেতে হলে এনসিপিতে যেতে হবে। আর সেই কারণে আমাদের এই আন্দোলনের চেতনা দুর্বল হচ্ছে,”— এভাবেই নিজের বক্তব্যে দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেন তারেক রহমান।

1 thought on “‘বিপ্লবের পক্ষের মানুষ হলে ড. ইউনূস এত সুবিধা নিতেন না’ — তারেক রহমানের অভিযোগ”

  1. তুই সালা দালালি করবি বাট একটা সিট পাবিনা দুঃখ লাগে তোর মতো নির্লজ্জ বিএনপির চামচাদের জন্য

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *