ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে এনসিপি , যে আলোচনা হলো

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন (Tracy Ann Jacobson)-এর সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (১১ আগস্ট) রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এনসিপির পক্ষ থেকে আলোচনায় নেতৃত্ব দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ

বৈঠক সূত্রে জানা গেছে, আলোচনায় দেশের সামগ্রিক পরিস্থিতি বিশেষ করে বর্তমান রাজনৈতিক অবস্থা ও আসন্ন জাতীয় নির্বাচন ছিল মূল এজেন্ডা। পাশাপাশি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ও আলোচিত হয়।

এ বিষয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ কালবেলা-কে বলেন, “দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে আমাদের সঙ্গে এই বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত। আলোচনায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণঅভ্যুত্থান-পরবর্তী সংস্কার, আমাদের রাজনৈতিক ইশতেহার এবং আগামী নির্বাচন প্রসঙ্গ এসেছে। বিএনপি ও জামায়াতের সঙ্গেও তারা ইতিমধ্যে বসেছেন। আমরা আমাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছি।”

এর আগে, বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল (Susan Ryle)-এর সঙ্গেও সাক্ষাৎ করেছে এনসিপি। যদিও ঢাকার অস্ট্রেলিয়া হাইক‌মিশন সোমবার বিষয়টি জানায়, খোঁজ নিয়ে জানা যায় বৈঠকটি কয়েকদিন আগেই অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠকেও দেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন ছিল আলোচনার কেন্দ্রবিন্দু।

অস্ট্রেলিয়া হাইক‌মিশনের পক্ষ থেকে জানানো হয়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলাপের অংশ হিসেবে এনসিপি নেতাদের সঙ্গে বসা হয়েছে। অস্ট্রেলিয়া-বাংলাদেশ সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি এনসিপির নীতিগত অগ্রাধিকার নিয়েও কথা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *