সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার (Kamal Ahmed Mojumder)-এর ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান-১ এর একটি বাসায় যৌথ অভিযান চালায় কাউন্টার টেররিজম ইউনিট ও স্থানীয় থানা-পুলিশ। এ সময় শাহেদকে আটক করে থানায় নেওয়া হয়। বর্তমানে তিনি গুলশান থানায় অবস্থান করছেন।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শাহেদ আহমেদ মজুমদারকে জিজ্ঞাসাবাদ চলছে।
ওসি হাফিজুর রহমান আরও বলেন, শাহেদের বিরুদ্ধে গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। এছাড়া মিরপুর মডেল থানায় দায়ের করা একটি হত্যা মামলাতেও তার নাম রয়েছে।