বিমানবন্দরে জনসমাগমে ভোগান্তি সৃষ্টির জন্য যুক্তরাজ্যের সভাপতি এমএ মালিককে সতর্ক করল বিএনপি

বিমানবন্দরে অযথা লোকসমাগম ঘটিয়ে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য শাখার সভাপতি এমএ মালিক (M A Malik)-কে সতর্ক করেছে দলটি। বুধবার বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে এ সতর্কবার্তা দেওয়া হয়। দলীয় একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, এমএ মালিক বিদেশ থেকে দেশে আসা কিংবা দেশ থেকে বিদেশে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেট ওসমানী বিমানবন্দরে বিপুলসংখ্যক লোক সমাগম ঘটান। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। চিঠিতে লেখা হয়, “এ ধরনের অপরিণামদর্শী কাজের ফলে বিমানবন্দরে যাত্রীদের চলাচল বিঘ্নিত হয়, সৃষ্টি হয় তীব্র জনদুর্ভোগ। ইতোপূর্বেও আপনি মাত্রাতিরিক্ত লোক সমাগম ঘটিয়ে বিমানবন্দর ও আশপাশের সড়কে তীব্র যানজটের কারণ হয়েছেন।”

বিএনপির দৃষ্টিতে দলের একজন দায়িত্বশীল নেতার এমন কর্মকাণ্ড সংগঠনবিরোধী। চিঠিতে আরও বলা হয়, “আপনার এ ধরনের পদক্ষেপ দৃষ্টিকটু, যা জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে।” একইসঙ্গে সতর্ক করে জানানো হয়, ভবিষ্যতে যদি দেশে আসা বা বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরে এ ধরনের লোকসমাগমের কারণে ভোগান্তি হয়, তবে দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, গত সোমবার যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন এমএ মালিক। তখন ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুলসংখ্যক নেতাকর্মী ফুল, ব্যানার, প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে তাকে অভ্যর্থনা জানান। পরে বুধবার বিকেলে তিনি বিমানে সিলেটে গেলে ওসমানী বিমানবন্দরেও তাকে ঘিরে একই ধরনের ভিড় সৃষ্টি হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *