আজ এনসিপি ও জামায়াতের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ধারাবাহিক বৈঠক চালিয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক স্থিতি ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতের অংশ হিসেবে এই সংলাপগুলোকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (BNP)-এর তিন সদস্যের একটি প্রতিনিধি দল। রাজনৈতিক অবস্থান ও নির্বাচন-সংক্রান্ত বিষয়ে উভয়পক্ষ মতবিনিময় করেন বলে জানা গেছে।

আজ বুধবার (২২ অক্টোবর) বিকেল ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবে বলে নিশ্চিত করেছে দলটির কেন্দ্রীয় দপ্তর। এই বৈঠকের পরপরই সেখানে উপস্থিত হওয়ার কথা রয়েছে এনসিপি (NCP)-এর প্রতিনিধিদের।

নাহিদ ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নেবে বলে সূত্রে জানা গেছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রধান উপদেষ্টার এই ধারাবাহিক বৈঠকগুলো নির্বাচনের পূর্বপ্রস্তুতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশের সার্বিক রাজনৈতিক স্থিতি অর্জনে সহায়ক হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *