নির্বাচন কমিশন (ইসি) তিনটি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) এবং বাংলাদেশ আমজনগণ পার্টি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীকও পেয়ে গেছে।
ইসি সূত্রে জানা গেছে, এনসিপিকে ‘শাপলা কলি’, বাংলাদেশ আমজনগণ পার্টিকে ‘করমর্দন’ (হ্যান্ডশেক) এবং বাসদ (মার্ক্সবাদী)-কে ‘কাঁচি’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, এই তিনটি নতুন দলকে নিবন্ধন দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তিনি বলেন, “আগামীকাল বুধবার এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। কোনো দাবি বা আপত্তি থাকলে তা আগামী ১২ নভেম্বরের মধ্যে জানাতে হবে। এরপর কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।”
নির্বাচনী রাজনীতিতে নতুন তিন দলের আগমনকে অনেকেই আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখছেন। বিশেষত এনসিপি ও আমজনগণ পার্টির রাজনৈতিক অবস্থান এবং অংশগ্রহণ এখন আগ্রহের কেন্দ্রে।


