সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চ (Inkilab Mancha)-এর মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শরীরের অন্যান্য সব অঙ্গ সক্রিয় থাকলেও এখনো তার ব্রেন পুরোপুরি সক্রিয় হয়নি। চিকিৎসকদের মতে, তার মস্তিষ্ক সক্রিয় করতে অপারেশন অপরিহার্য হলেও, তার আগে শারীরিক অবস্থা সম্পূর্ণভাবে স্থিতিশীল হওয়া জরুরি।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টা ১৭ মিনিটের দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানানো হয়। সেখানে ওসমান হাদির সর্বশেষ শারীরিক অবস্থার হালনাগাদ তুলে ধরা হয়।
পোস্টে বলা হয়, ‘স্বাস্থ্য এখনো স্থিতিশীল হওয়ার অপেক্ষায় রয়েছে। অপারেশনের জন্য প্রস্তুত করতে হলে প্রথমে শরীরকে পুরোপুরি স্থিতিশীল করতে হবে। চিকিৎসা সিঙ্গাপুর অথবা ইংল্যান্ড—যেকোনো স্থানে হতে পারে। ব্রেন সক্রিয় করার জন্য অপারেশন প্রয়োজন।’
এতে আরও উল্লেখ করা হয়, ‘বর্তমানে মূল লক্ষ্য হলো শরীর ও ব্রেনের মধ্যে পুনরায় সংযোগ স্থাপন করা। ব্রেন ছাড়া শরীরের অন্যান্য সব অঙ্গ সক্রিয় রয়েছে। হাদি ভাইয়ের জন্য বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে তার পরিবার। আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়্যেবাহ নসীব করেন।’
উল্লেখ্য, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গু’\লি করে। তিনি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার লক্ষ্যে প্রচারণা চালাচ্ছিলেন।
ঘটনার দিন মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি খুব কাছ থেকে তাকে গু’\লি করে দ্রুত পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (Dhaka Medical College Hospital)-এর জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জানা যায়, গু’\লি ওসমান হাদির মাথার ডান পাশ দিয়ে প্রবেশ করে বাম পাশ দিয়ে বেরিয়ে গেছে, তবে এর একটি অংশ এখনো তার ব্রেনে রয়ে গেছে।
এই পরিস্থিতিতে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল (Evercare Hospital)-এ স্থানান্তর করা হয়। সবশেষ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
বর্তমানে সিঙ্গাপুরে ওসমান হাদির সঙ্গে রয়েছেন তার ভাই ওমর বিন হাদি এবং ঘনিষ্ঠ বন্ধু আমিনুল হাসান ফয়সাল।


