প্রবাসীদের ভোটার নিবন্ধনে আগ্রহ বাড়ছে
গত নয় মাসে বিদেশে অবস্থানরত ৪২ হাজারের বেশি বাংলাদেশি নাগরিক নতুন ভোটার হিসেবে নিবন্ধনের জন্য অনলাইনে আবেদন করেছেন। নির্বাচন কমিশনের (ইসি (Election-Commission)) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) শাখার তৈরি করা এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
কোন কোন দেশে চলছে ভোটার নিবন্ধন কার্যক্রম?
বর্তমানে সংযুক্ত আরব আমিরাত (United-Arab-Emirates), ইতালি (Italy), যুক্তরাজ্য (United-Kingdom), সৌদি আরব (Saudi-Arabia), কাতার (Qatar), কুয়েত (Kuwait) এবং মালয়েশিয়া (Malaysia)—এই সাতটি দেশের বাংলাদেশ দূতাবাসে ভোটার নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছে নির্বাচন কমিশন। প্রবাসীদের অনলাইনে আবেদন করে সংশ্লিষ্ট দূতাবাসে গিয়ে ছবি তুলে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হচ্ছে।
কোন দেশে কত আবেদন জমা পড়েছে?
প্রতিবেদনে বলা হয়েছে, সাতটি দেশ থেকে এখন পর্যন্ত মোট ৪২ হাজার ২৬৯টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে যাচাই-বাছাইয়ে ৩ হাজার ৪০১টি আবেদন বাতিল হয়েছে। বর্তমানে ২০ হাজার ১৮৪টি আবেদন উপজেলা নির্বাচন অফিস (Upazila-Election-Office) পর্যায়ে তদন্তাধীন। ইতোমধ্যে ১৭ হাজার ৬০৭ জনের আবেদন অনুমোদন পেয়েছে এবং ৪৫৭টি আবেদন অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এছাড়া সাত দেশের বাংলাদেশ দূতাবাস থেকে আঙুলের ছাপ ও ছবি গ্রহণ করা হয়েছে ২২ হাজার ১২৮ জনের।
সর্বাধিক আবেদন এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে—১৮ হাজার ৫৮৯টি। অন্যদিকে, সবচেয়ে কম আবেদন জমা পড়েছে মালয়েশিয়া থেকে—মাত্র ৭৮৪ জন।
৪০টি দেশে প্রবাসীদের আধিক্য, তথ্য বিশ্লেষণে ইসি
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রমকে আরও বিস্তৃত করতে নির্বাচন কমিশন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় (Ministry-of-Expatriates’-Welfare), জনশক্তি ব্যুরো (Bureau-of-Manpower), পররাষ্ট্র মন্ত্রণালয় (Ministry-of-Foreign-Affairs), এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রটিং এজেন্সি-বায়রা (BAIRA) সহ বিভিন্ন সংস্থার সহযোগিতা নিচ্ছে। এসব সংস্থার কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ৪০টি দেশে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা উল্লেখযোগ্য। তাই এসব দেশকে বিবেচনায় রেখেই কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
দেশের মোট ভোটার সংখ্যা
সবশেষ হালনাগাদ অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।