সিলেটের ইবনে সিনা হাসপাতালের বিলবোর্ডে আকস্মিক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’
সিলেট (Sylhet) নগরীর সোবহানীঘাট এলাকার ওভারব্রিজে স্থাপিত ইবনে সিনা প্রাইভেট হাসপাতাল (Ibn Sina Private Hospital) -এর ডিজিটাল বিলবোর্ডে বুধবার (১৯ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে হঠাৎ করেই ভেসে ওঠে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের চোখে পড়ে ঘটনাটি। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত দেড়টার দিকে হঠাৎ করে বিলবোর্ডে উক্ত বার্তা প্রদর্শিত হতে থাকে। কয়েক মিনিট ধরে এই লেখাগুলো ভেসে থাকায় আশেপাশের লোকজন তা ছবি ও ভিডিওতে ধারণ করেন।
কর্তৃপক্ষের প্রতিক্রিয়া
ঘটনার কিছুক্ষণ পর ইবনে সিনা হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে বিলবোর্ডের সঞ্চালন লাইন বন্ধ করে দেয়।
এ বিষয়ে জানতে চাইলে সিলেট ইবনে সিনার কাস্টমার কেয়ারের ম্যানেজার খন্দকার ইকবাল (Khandaker Iqbal) বলেন, “এটা কীভাবে ঘটেছে, আমি জানি না। আমি ইঞ্জিনিয়ার বা টেকনিক্যাল পার্সন নই। তাই এ বিষয়ে কিছু বলতে পারব না।”