রাষ্ট্র সংস্কারের ব্যাপারে একমত হয়েছে সবাই : আলী রীয়াজ

রাষ্ট্র সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলসহ সমাজের বিভিন্ন স্তরের নাগরিকরা একমত হয়েছেন বলে জানিয়েছেন আলী রীয়াজ (Ali Riaz)। অন্তর্বর্তী সরকারের উদ্যোগে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন (National Consensus Commission) এই বিষয়ে সংলাপ চালিয়ে যাচ্ছে। মে মাসের মাঝামাঝি প্রাথমিক আলোচনা শেষ হওয়ার আশা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

রাজনৈতিক ঐকমত্য গড়ে তোলার পথে আলোচনা

শনিবার জাতীয় সংসদের এলডি হলে অনুষ্ঠিত এক সংলাপে বাংলাদেশ জাসদ (Bangladesh JASAD) এর সঙ্গে মতবিনিময়কালে আলী রীয়াজ বলেন, “আমরা সকলেই একমত যে, রাষ্ট্র সংস্কার এখন জরুরি।” তিনি উল্লেখ করেন, এই প্রয়াস জনগণের আকাঙ্ক্ষা থেকে উৎসারিত, যারা দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক সংগ্রামে যুক্ত রয়েছেন। সেই প্রেক্ষাপটে জাসদের ভূমিকাও গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন।

তার ভাষায়, “আপনারা সবসময় রাষ্ট্র সংস্কারের কথা বলে আসছেন। আমরা সেই আকাঙ্ক্ষার প্রতিফলন দেখেছি সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনে।”

মে মাসের মধ্যে প্রাথমিক পর্ব শেষের লক্ষ্যে

আলী রীয়াজ জানান, ইতোমধ্যে ছয়টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ সম্পন্ন হয়েছে এবং বাকিদের সঙ্গেও আলোচনা চলবে। তিনি বলেন, “আমরা আশা করছি, মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ করতে পারব। এরপরে আরও গভীর আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের পর্বে যাব।”

এসময় তিনি জানান, সংলাপগুলো শুধু মতামত আদান-প্রদানের জন্য নয়, বরং পারস্পরিক বোঝাপড়ার একটি প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করছে। “আমরা মতবিনিময় করে একমতে পৌঁছানোর চেষ্টা করছি,” বলেন তিনি।

উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ

সংলাপে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার (Monir Hayder)। আলোচনায় অংশগ্রহণ করেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও বিভিন্ন সংস্কার কমিশনের প্রধানরা—যেমন সফর রাজ হোসেন (Safar Raj Hossain), বিচারপতি এমদাদুল হক (Justice Emdadul Haque), বদিউল আলম মজুমদার (Badiul Alam Majumdar), এবং ইফতেখারুজ্জামান (Iftekharuzzaman)।

বাংলাদেশ জাসদ (Bangladesh JASAD) দলের পক্ষে সংলাপে নেতৃত্ব দেন সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান (Nazmul Haque Prodhan)। তার সঙ্গে ছিলেন ইন্দু নন্দন দত্ত, মুশতাক হোসেনসহ মোট ৯ জন প্রতিনিধি।

পটভূমি: রাষ্ট্র সংস্কার নিয়ে বৃহৎ উদ্যোগ

গত ১৫ ফেব্রুয়ারি মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus) এর নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে। কমিশনের সহসভাপতি হিসেবে রয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রীয়াজ।

কমিশনের অন্যান্য সদস্যরা হলেন:
আবদুল মুয়ীদ চৌধুরী (Abdul Muid Chowdhury), জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান
– সফর রাজ হোসেন, পুলিশ সংস্কার কমিশনের প্রধান
– বদিউল আলম মজুমদার, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান
– বিচারপতি এমদাদুল হক, বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য
– ইফতেখারুজ্জামান, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান

রাষ্ট্রের মৌলিক কাঠামোতে পরিবর্তনের জন্য এই কমিশন এখন নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা করছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের মাধ্যমে একমতের ভিত্তিতে ভবিষ্যতের রূপরেখা তৈরি করা হবে বলেও জানানো হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *