জাতিসংঘের তত্ত্বাবধানে মায়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডর চালুর বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ (Salahuddin Ahmed) একে জাতীয় স্বার্থের পরিপন্থী ও ঝুঁকিপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেছেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় কালের কণ্ঠকে দেওয়া প্রতিক্রিয়ায় সালাহউদ্দিন বলেন, “এই সিদ্ধান্তের সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা, শান্তি, শৃঙ্খলা, ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত। একটি ম্যান্ডেটহীন, অরাজনৈতিক সরকারের পক্ষে এত বড় জাতীয় সিদ্ধান্ত নেওয়া সমীচীন নয়।”
মায়ানমার (Myanmar)-এর রাখাইন রাজ্যে চলমান সংঘাতের প্রেক্ষিতে আন্তর্জাতিক পর্যায়ে মানবিক করিডর স্থাপনের আলোচনা চলছে। এরই ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ প্রকাশিত হয়। তবে এই উদ্যোগ কতটা বাংলাদেশকেন্দ্রিক ঝুঁকি তৈরি করতে পারে, সে বিষয়ে সতর্ক করে দেন সালাহউদ্দিন।
তিনি বলেন, “মায়ানমারের কোনো পক্ষের সঙ্গে সামরিক সংঘর্ষ সৃষ্টির সম্ভাবনা থেকে যায়। এতে শুধু বাংলাদেশ নয়, গোটা অঞ্চলের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।” তার মতে, জাতীয় নিরাপত্তা ও ভূ-রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্নে এমন সিদ্ধান্ত নেওয়ার আগে সব রাজনৈতিক দল ও সামাজিক শক্তির সঙ্গে আলোচনার ভিত্তিতে ঐকমত্য তৈরি করা জরুরি।
এই বিষয়ে সরকারের বক্তব্য জানাতে তিনি আহ্বান জানান। “মানবিক করিডর নিয়ে জাতিসংঘ বা অন্য কোনো আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আলোচনা হয়েছে কি না, হলে তা কতটা স্বচ্ছ ছিল, কী শর্ত ছিল—এসব বিষয় আমরা জানতে চাই,”—বলেন সালাহউদ্দিন আহমেদ। সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা এখনো আসেনি।