নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে যে ইভিএম (EVM) ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছিল, তা কাঙ্ক্ষিত ফল দিতে না পারায় এখন সে পথ থেকে সরে আসছে নির্বাচন কমিশন (Election Commission)। বৃহস্পতিবার (১০ জুলাই) নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে এমন সিদ্ধান্তের কথা জানান কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ (Brig. Gen. (Retd.) Abul Fazal Md. Sanaullah)।
তিনি স্পষ্ট করে বলেন, “ইভিএম থেকে আমরা সরে আসছি। শুধু জাতীয় নির্বাচন নয়, স্থানীয় সরকার নির্বাচনেও আর ইভিএম ব্যবহার করা হবে না।”
ইভিএম নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক থাকলেও কমিশন প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে তার সীমাবদ্ধতা ও ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করল। এর মাধ্যমে নির্বাচন ব্যবস্থায় নতুন দিকনির্দেশনার ইঙ্গিত দিল ইসি।
ভোটার তালিকা ও প্রবাসী ভোটার প্রকল্প
কমিশনার সানাউল্লাহ জানান, জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুর দিকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এ তালিকায় প্রবাসী বাংলাদেশিদের অন্তর্ভুক্ত করতে আলাদা প্রকল্প গ্রহণের কথাও জানান তিনি।
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে এই প্রকল্পের আওতায় তাদের রেজিস্ট্রেশন কার্যক্রম চালানো হবে। তবে এটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানানো হয়।
পোস্টাল ব্যালটে বাজেট ৪৮ কোটি
এদিকে, প্রবাসী ও অনুপস্থিত ভোটারদের জন্য পোস্টাল ব্যালট ব্যবস্থায় বড়সড় ব্যয় নির্ধারণ করেছে কমিশন। এই প্রক্রিয়ার জন্য প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে প্রায় ৪৮ কোটি টাকা।
কমিশন সূত্রে জানা গেছে, ব্যালট প্রস্তুত, প্রেরণ ও সংগ্রহসহ পুরো ব্যবস্থাপনায় এই অর্থ ব্যয় হবে। তবে খরচ সাপেক্ষ হলেও এতে ভোটগ্রহণের স্বচ্ছতা ও অন্তর্ভুক্তি বাড়বে বলে মনে করছে ইসি।
নির্বাচন পদ্ধতিতে এমন পরিবর্তন আসায় একদিকে প্রযুক্তিনির্ভর ব্যবস্থার সীমাবদ্ধতা স্পষ্ট হলো, অপরদিকে প্রচলিত পদ্ধতিগুলোকে আরো কার্যকর করার দিকে অগ্রসর হচ্ছে নির্বাচন কমিশন।