সরকার আমাকে আন্দোলনের মূল পরিকল্পনাকারী ভাবলেও, পেছন থেকে পরিচালনা করছিল আসিফ মাহমুদরা: নাহিদ ইসলাম

নাহিদ ইসলামের দাবি: প্রকৃত পরিকল্পনায় ছিলেন আসিফ মাহমুদ, বাকের ও রিফাত

ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া নাহিদ ইসলাম (Nahid Islam) অবশেষে নিজের অবস্থান স্পষ্ট করলেন। তিনি বলেন, সরকার মনে করেছিল তিনিই আন্দোলনের মূল পরিকল্পনাকারী। কিন্তু প্রকৃতপক্ষে পেছন থেকে সব কিছু পরিচালনা করছিলেন আসিফ মাহমুদ (Asif Mahmud), বাকের ও রিফাত।

আন্দোলনের তথ্য থেকে ইচ্ছাকৃতভাবে বিচ্ছিন্ন থাকার কথা

গত শনিবার (১৫ মার্চ) রাজধানীর জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে (Sufia Kamal Auditorium, National Museum) ‘প্রথমা’ প্রকাশন থেকে প্রকাশিত ‘জুলাই: মাতৃভূমি অথবা মৃত্যু’ বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বইটির লেখক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ (Asif Mahmud)।

নাহিদ ইসলাম জানান, “আমি ইচ্ছা করেই অনেক ইনফরমেশন থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখতাম। আসিফ, বাকের আর রিফাত পর্যায়ে থেকে বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে যোগাযোগ করতো এবং পলিটিক্যাল কমিউনিকেশন পরিচালনা করতো। আমি জানতামও না কার সঙ্গে কখন কী কথা হয়েছে।”

তিনি আরও বলেন, “সব ইনফরমেশন আমার কাছে থাকাটা ঝুঁকিপূর্ণ ছিল বলে নিজেকে দূরে রাখতাম। কারণ আমি ছিলাম ছাত্রশক্তির সেক্রেটারি এবং আন্দোলনের মুখ। তাই সরকার এবং গোয়েন্দা সংস্থাগুলো আমাকে টার্গেট করে।”

গ্রেফতারের পর নির্যাতনের অভিযোগ

গ্রেফতারের পর গোয়েন্দা সংস্থাগুলোর নির্যাতনের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, “তারা ভেবেছিল আমাকে ধরলেই সব তথ্য বের করা যাবে। তারা আমার মোবাইল এবং অন্যান্য ডিভাইস বিশ্লেষণ করেও হতাশ হয়, কারণ আমার কাছে তেমন কোনো তথ্য ছিল না।”

তিনি উল্লেখ করেন, “সরকার মনে করেছিল আমি সব কিছু করছি। কিন্তু ঘটনা ঘটাইছিল আসিফ মাহমুদরা। আমি শুধু আন্দোলনের ফেস ছিলাম। এমনকি বিএনপি (BNP) বা ছাত্রদলের কারও সঙ্গেও আমার যোগাযোগ ছিল না।”

আসিফ মাহমুদের গ্রেফতারের প্রসঙ্গ

নাহিদ ইসলাম আরও জানান, “পরে তারা আসিফ মাহমুদ-কেও ধরে নিয়ে যায়। তবে প্রথমে আমাকে টার্গেট করেছিল কারণ আন্দোলনের সামনের সারিতে আমি ছিলাম। কিন্তু প্রকৃত পরিকল্পনা আসিফ, বাকের এবং রিফাতরাই করে যাচ্ছিল।”


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *